বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তেলবাহী জাহাজ আটক নিয়ে ইরান দ. কোরিয়া উত্তেজনা

মোটামুটি আমেরিকান ও আরব দেশগুলোর সঙ্গে ইরানের নিত্য ঝগড়ার কেন্দ্র বিশ্বের অন্যতম হরমুজ প্রণালি। পারস্য উপসাগরের এই বিখ্যাত তেল বাণিজ্যিক জলপথে এবার এসেছে কোরিয়ানরা। তাদের দাবি, ইরানের হাতে আটক জাহাজকে ছাড়তেই হবে। বিভিন্ন সংবাদমাধ্যম দ. কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, এ নিয়ে কথা বলতে হরমুজ প্রণালিতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড বলছে তারা ২০ জন ক্রুসহ হানকুক চেমি নামের জাহাজটিকে, পরিবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে সোমবার ওমান উপকূলের কাছ থেকে আটক করে। তারা বলছে, জাহাজটির ‘রাসায়নিক পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।’ তবে দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয়া বলেছে তারা কোনো সামরিক তৎপরতায় যেতে চায় না। তারা বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে কূটনৈতিক উপায়ে সমাধানে আগ্রহী।

সর্বশেষ খবর