শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মেয়াদের আগেই সরানো হতে পারে ট্রাম্পকে

মেয়াদের আগেই সরানো হতে পারে ট্রাম্পকে

মার্কিন কংগ্রেসে গতকাল প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদন দেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি -এএফপি

নির্বাচনের ফলাফলের কোনো তোয়াক্কা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ৩ নভেম্বর নির্বাচনের পর থেকেই অভিযোগ করে আসছেন নির্বাচনে কারচুপি হয়েছে সুতরাং তিনিই প্রেসিডেন্ট। কিন্তু ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। গতকাল দেশটির কংগ্রেস সেই অনুমতি দিয়েছে। কিন্তু তার আগেই ট্রাম্প সমর্থকরা দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক বিক্ষোভ ও তান্ডব চালিয়েছে সিনেট ভবনে। আর সেই আগুনে সমর্থন দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থার পর যুক্তরাষ্ট্র প্রশাসন তার মেয়াদ শেষের আগেই তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। গতকাল ক্যাপিটলে হামলার পরেই এ নিয়ে আলোচনায় বসে খোদ ট্রাম্পেরই মন্ত্রিসভা। বুধবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ঢুকে তান্ডব চালানোর সময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয় পুলিশকে। অন্তত চারজনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। আর এ ঘটনার পরেই ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আলোচনায় বসেন। ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্সও। বৈঠক সূত্রে খবর, আমেরিকার সংসদের ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। এ সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট ‘দায়িত্ব পালনে অক্ষম’ হলে মেয়াদ শেষের আগেই তাকে সরিয়ে দেওয়া যায়। তবে তার জন্য ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ভোটাভুটি করতে হয়। জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির তরফেও একই দাবি তুলে বলা হয়েছে, ২৫ নম্বর সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। প্রতিনিধি পরিষদের আইনবিষয়ক কমিটি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে সরাতে পদক্ষেপ নিতে বলেছেন ডেমোক্র্যাট সিনেটররা। চিঠিতে তারা লিখেছেন, হামলা চালিয়ে ‘গণতন্ত্রের অবমাননা’ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট।

সরকারি প্রক্রিয়ার বাইরেও ট্রাম্পের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। আমেরিকার সাধারণ মানুষের মন্তব্য, তাদের জীবদ্দশায় তারা এ ধরনের কোনো ঘটনা এর আগে দেখেননি। তবে তারা শুনেছেন ২০০ বছর আগে এ ধরনের ঘটনা ঘটেছে। গতকাল ঘটনার পর দেশটির বড় অংশও ট্রাম্পের ওপর বেজায় ক্ষুব্ধ। চটেছেন জনপ্রতিনিধিরাও। হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য ক্যাথলিন রাইস টুইটারে লিখেছেন, ‘ক্যাপিটলের ওপর দেশীয় সন্ত্রাসবাদী হামলার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গণতন্ত্রের পক্ষে উনি বিপজ্জনক। অবিলম্বে তাকে পদ থেকে সরানো দরকার। মন্ত্রিসভার উচিত ২৫ নম্বর সংশোধনী কার্যকর করা।’

সর্বশেষ খবর