শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বায়ুদূষণ উপমহাদেশে কারণ হচ্ছে গর্ভপাতের

বায়ুদূষণ উপমহাদেশে কারণ হচ্ছে গর্ভপাতের

দিনের বেশিরভাগ সময় দিল্লির আকাশ ডুবে থাকে কুয়াশায়

উপমহাদেশের দেশগুলোর মধ্যে অন্যতম তিন দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে প্রতি বছর প্রায় সাড়ে তিন লাখ গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে। আর এ ঘটনার জন্য বায়ুদূষণ দায়ী বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করেন তারা।

ওই দেশগুলোতে ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে প্রতি বছর যত গর্ভপাত ও মৃত সন্তান হয়েছে তার সাত শতাংশের জন্য দূষিত বায়ুকে দায়ী করা হয়েছে। বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ায়ই সবচেয়ে বেশি গর্ভপাত ও মৃত সন্তানের প্রসবের ঘটনা ঘটে। চীনের ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চীনা বিজ্ঞানীরা গবেষণাটি করেছেন। মোট ৩৪ হাজার ১৯৭ জন মায়ের তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়। এই মায়েদের অন্তত একবার গর্ভপাত হয়েছে, কিংবা তারা একটি মৃত সন্তান প্রসব করেছেন। এবং তাদের প্রত্যেকের এক বা একাধিক সন্তান রয়েছে। এই মায়েদের মধ্যে ২৬ হাজার ২৮২ জন (শতকরা ৭৬ দশমিক নয় ভাগ) ভারতের, ৪ হাজার ২২৮ জন (শতকরা ১২ দশমিক চারজন) পাকিস্তানের ও ৩ হাজার ৬৮৭ (শতকরা ১০ দশমিক আট ভাগ) জন বাংলাদেশের মা। গবেষণার অন্যতম লেখক তিয়ানজিয়া গুয়ান বলছেন, গর্ভপাত কিংবা মৃত সন্তান প্রসবের ঘটনা মায়েদের ওপর মানসিক, শারীরিক ও অর্থনৈতিক প্রভাব ফেলে। সে কারণে এসব ঘটনা কমানো গেলে ওই দেশগুলোতে লিঙ্গসমতার সূচক ভালো হতে পারে। এর আগে দ্য ল্যানসেটের আরেক প্রতিবেদন বলেছিল, ২০১৯ সালে ভারতে ১৬ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যুর কারণ ছিল বায়ুদূষণ, যা মোট মৃত্যু ১৮ শতাংশ। একই কারণে ২০১৭ সালে মারা  গেছে ১২ লাখ ৪০ জন। ডয়চে ভেলে

সর্বশেষ খবর