শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্যাপিটল হিলের ঘটনাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পতন বলছে চীন

বিশ্বে চীনের প্রভাব তরতর করে বেড়ে চলেছে। তারা চায় যে কোনোভাবেই যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা। ঘটছেও তাই। তবে বৃহস্পতিবার ক্যাপিটল হিলে যে ঘটনা ঘটেছে তা নিয়ে প্রকাশ্য না হলেও মনে মনে খুশি দেশটি। তবে তারা কিন্তু ওই ঘটনা নিয়ে মন্তব্য করেছে, ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুতর বিভাজন ও বিভাজন নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের ব্যর্থতার ফল। আমেরিকান সমাজের মধ্যে গভীর বিভেদকেও প্রতিফলিত করে। এমন অভিমত ওঠে এসেছে গতকালের চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির পরিচালনায় গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, এ দাঙ্গা এমন একটি বিষয়, হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি যাকে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ হিসেবে অভিহিত করেছেন, যা আমেরিকার অভ্যন্তরীণ পতনের চিহ্ন। একে সহজে পাল্টানো সম্ভব নয়। ধারাবাহিকতাবিহীন রাজনীতিবিদদের কারণেই এ সহিংসতা ও সহিংসতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয় সম্পাদকীয়তে। হংকংয়ে গণতন্ত্রপন্থিদের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতে আগে থেকেই ক্ষুব্ধ কমিউনিস্ট সরকার। তারই সূত্র ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের এক হাত নেওয়া হয়েছে সম্পাদকীয়তে। বলা হয়েছে, হংকংয়ে গোলযোগ সৃষ্টিকারীদের কার্যকলাপে যারা ‘গণতন্ত্রের সৌন্দর্য’ দেখেছিল, তারাই ক্যাপিটল হিলে অমন উন্মত্ত অবস্থার সৃষ্টি করেছিল। মার্কিনিদের এ আচরণকে ‘দ্বৈত মনোভাব’ বলে সমালোচনা করা হয়।

সর্বশেষ খবর