শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
সেনাবাহিনীকে চীনা প্রেসিডেন্ট

প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে যুদ্ধ বাধতে পারে

‘যে কোনো মুহূর্তে যুদ্ধ বাধতে পারে। প্রস্তুত থাকুন।’ নতুন বছরে সেনাবাহিনীকে এমনই নির্দেশ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেনাকর্তাদের ‘কমব্যাট’ ট্রেনিংয়ের ওপর জোর দিতে পরামর্শ দিয়েছেন তিনি। চীনা প্রেসিডেন্টের এই নির্দেশ ঘিরে ফের ভারত-চীন সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। হংকংয়ের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত খবর অনুযায়ী, জিনপিং দেশের বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন যাতে সেনাবাহিনী নিত্যনতুন অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের আদব-কায়দাও বদলের পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে বিভিন্ন বাহিনীকে একসঙ্গে ট্রেনিং করতে হবে বলে জানিয়েছেন জিনপিং। উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চীনের মধ্যে টানাপোড়েন চলছে।

সর্বশেষ খবর