রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শত্রু : কিম

যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শত্রু : কিম

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে তার দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ অ্যাখ্যা দিয়ে ওয়াশিংটনের হুমকি মোকাবিলায় আরও অত্যাধুনিক পরমাণু অস্ত্র বানানোর ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কিমের এ ভাষ্য ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হাজির করল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পিয়ংইয়ংয়ে দলীয় কংগ্রেসে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা বলেছেন, হোয়াইট হাউস যারই দখলে থাকুক না কেন, ওয়াশিংটনের বৈরী নীতির কোনো অদল-বদল হয় না। যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে ওইসব বৈরী নীতিকে মূল প্রতিবন্ধকতা বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি। কিম তার দেশের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার দিকে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর