রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনার ধাক্কায় ফের লন্ডনে জরুরি অবস্থা রেকর্ড মৃত্যু যুক্তরাষ্ট্রে

যুক্তরাজ্যে করোনার ধাক্কায় আবারও লন্ডনকে জরুরি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে সবচেয়ে বেশি সংক্রমিতের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই মৃত্যুতে রেকর্ড গড়ছে। গত শুক্রবার দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৪। টাইমস সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় পর হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ঝুঁঁকির মুখে লন্ডনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার লন্ডনের মেয়র সাদিক খান ‘গুরুতর পরিস্থিতি’র (মেজর ইনসিডেন্ট) ঘোষণা দেন, যা জরুরি অবস্থা জারির শামিল। এই সময়ে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সাদিক খান বলেন, ভাইরাসের বিস্তার ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় লন্ডনের হাসপাতালগুলোর শয্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। ‘আমরা গুরুতর পরিস্থিতির ঘোষণা দিচ্ছি। কারণ, আমাদের শহরে হুমকি হয়ে ওঠা করোনাভাইরাসের প্রকোপ সংকটময় মুহূর্তে পৌঁছে গেছে।’

যুক্তরাষ্ট্রে এক দিনেই আক্রান্ত প্রায় ৩ লাখ : যুক্তরাষ্ট্রে যেন পাল্লা দিয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। কোনোভাবেই দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। দেশটিতে শুক্রবার গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ৩ লাখ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার জন এবং মারা গেছেন ৩ হাজার ৬৭৬ জন।

সর্বশেষ খবর