সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষক বিক্ষোভে হরিয়ানা রণক্ষেত্র মুখ্যমন্ত্রীর সভা ভণ্ডুল

ভারতের দিল্লি দুই মাস ধরে উত্তপ্ত কৃষক আন্দোলনে। বিভিন্ন প্রদেশের কৃষকরা গত নভেম্বর থেকে অবস্থান করছে রাজধানীতে। সরকার, কৃষক, আদালত সব পাশ থেবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ। কৃষকদের কথা, কৃষি নিয়ে সরকার যে ৩টি আইন করেছে তা বাতিল করতে হবে। কিন্তু সরকার কিছুটা ছাড় চাইল কৃষকরা তাতে সাড়া দেয়নি। ফলে বারবার ব্যর্থ হয়েছে কেন্দ্র ও কৃষক নেতাদের বৈঠক। আস্তে আস্তে সেই আন্দোলন এখন দিল্লি ছেড়ে রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সফরে যাওয়ার কথা রাজ্যটির কারনালে। কিন্তু সেই সফরকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কারনাল। কেন্দ্রের নতুন কৃষি আইনের সুফল সম্পর্কে বোঝানোর উদ্দেশে কারনাল সংলগ্ন কেমলা গ্রামের কৃষকদের নিয়ে একটি পঞ্চায়েত সভা ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। গতকাল  সেখানে পা রাখার  আগেই সেই পঞ্চায়েত ভ-ুল করতে গ্রামে ঢোকার চেষ্টা করেন কৃষি আইনবিরোধী বিক্ষোভরত কৃষকরা। মোবাইলে ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর কিষান মহাপঞ্চায়েত কর্মসূচি ঘিরে প্রায় ১৫০০ পুলিশ মোতায়েন ছিল। ৭টি নাকা পয়েন্টে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। কিন্তু কোনোরকমে সেই বেষ্টনী টপকে হেলিপ্যাডে ঢুকে পড়েন কৃষকরা। একপর্যায়ে তাদের ওপর কাঁদুনে গ্যাসের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে শেষ পর্যন্ত সভা বাতিল করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী খাট্টার।

সর্বশেষ খবর