মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

উ. কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম

উ. কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় সাধারণ সম্পাদক পদটি। এবার সেই পদে নির্বাচিত হলেন দেশটির নেতা কিম জং উন। এর আগে দলটির চেয়ারম্যান ছিলেন কিম জং উন। সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে বসলেন তিনি। কেসিএনএর খবরে বলা হয়েছে, ‘সর্বসম্মতিক্রমে’ দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। ২০১১ সাল থেকে দেশটির ক্ষমতায় কিম। কিন্তু এতদিন তিনি দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কিম জং   উনের আগে সাধারণ সম্পাদক পদে ছিলেন তাঁর বাবা কিম জং ইল। ২০১১ সালে তিনি মারা যান।

সর্বশেষ খবর