মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আরও কঠিন সময়ের পূর্বাভাস মেরকেলের

আরও কঠিন সময়ের পূর্বাভাস মেরকেলের

জার্মানির সাক্সেন রাজ্যের সমাধিক্ষেত্র গুলোর কর্মীদের করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ সৎকারে হিমশিম খেতে হচ্ছে। জার্মানির সবচেয়ে করোনা-উপদ্রুত সাক্সেন রাজ্যের হিমঘরগুলোতে লাশ রাখার স্থান সংকুলান হচ্ছে না। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশের সৎকারে রাজ্যটির সমাধিক্ষেত্রগুলোর কর্মীরা ২৪ ঘণ্টায় চার পালায় কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না। বিভিন্ন সমাধিক্ষেত্রের সামনের সড়কে লাশবাহী গাড়ির সারি তৈরি হচ্ছে। উ™ূ¢ত পরিস্থিতিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর পাশাপাশি কড়াকড়ি আরোপের প্রয়োজনীয়তার কথা বলেছেন। করোনার বিস্তার রোধে গত ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জার্মানিতে কঠোর লকডাউনের বিধি জারি আছে। তবে তাতে করোনার বিস্তার থামছে না।

সর্বশেষ খবর