বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাইডেনের শপথের আগে সতর্ক ফেসবুক-ইনস্টাগ্রাম

সরানো হচ্ছে ‘স্টপ দ্য স্টিল’ কনটেন্ট

একদিকে চলছিল ক্যাপিটল হিলে তাঁর সমর্থকদের তান্ডব। অন্যদিকে, চলছিল তাঁর উসকানিমূলক বার্তা। যার জেরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে দিয়েছিল ফেসবুক-টুইটার। এবার তাদের প্ল্যাটফরম থেকে সব কনটেন্ট মুছে দেওয়ার কথা ঘোষণা করল ফেসবুক-ইনস্টাগ্রাম। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগেই ‘কো-অর্ডিনেটিং হার্ম পলিসি’র অধীনে এসব কনটেন্ট মুছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই উদ্দেশ্যে ‘স্টপ দ্য স্টিল’ শব্দটি প্রয়োগ করা হয়েছে। ফেসবুকের তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আমরা অতিরিক্ত পদক্ষেপ করছি। নির্বাচনের আগেও ভুল বার্তা ও ভুল কনটেন্ট বন্ধ করতে আমরা একই টিম ও প্রযুক্তির ব্যবহার করেছিলাম।’’ সোশ্যাল মিডিয়া জায়েন্টের তরফে জানানো হয়েছে, ‘‘গত নভেম্বর মাসের প্রকৃত ‘স্টপ দ্য স্টিল’ গ্রুপটি তারা সরিয়ে নিয়েছে। সেইসঙ্গে ফেসবুকের নীতি লঙ্ঘন করে এমন পৃষ্ঠা, গ্রুপ এবং ইভেন্টগুলো মুছে দেওয়া হয়েছে।’ ফেসবুকের তরফে আরও জানানো হয়েছে, ‘‘আমাদের নীতিগুলো প্রয়োগের জন্য আমাদের টিম ২৪ ঘণ্টা কাজ করে চলেছে। ২২ জানুয়ারি পর্যন্ত আমাদের নজরদারি চলবে।’ ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হবে। তাঁর শপথ গ্রহণের আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমের মাধ্যমে যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় সে বিষয়ে তৎপর ফেসবুক। এদিকে গোপন সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মার্কিন মুলুকে ট্রাম্প সমর্থকরা ফের সশস্ত্র বিক্ষোভের আয়োজন করতে চলেছে। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে।

সর্বশেষ খবর