বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে মার্কিন গণতন্ত্র

অভিশংসিত হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অপারগতা প্রকাশ করেছেন। ফলে ইমপিচমেন্টের দিকেই এগিয়ে গেছেন ডেমোক্র্যাট দলের বিধায়করা। অন্তত চারজন রিপাবলিকানের সমর্থনে প্রতিনিধি পরিষদে স্থানীয় সময় গতকাল (বাংলাদেশ সময় আজ ভোর) ট্রাম্পকে ইমপিচের বিল পাস হচ্ছে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত কেন ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো জরুরি হয়ে পড়েছে তা নিয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন উভয় পার্টির কংগ্রেসম্যানরা। দেশটির বিশ্লেষকরা মনে করছেন ঠিক এ মুহূর্তে কঠিন অবস্থায় আছে গণতন্ত্র। আর তাকে সঠিক পথে নেওয়ার সময়ও এখন। উল্লেখ্য, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের মাত্র সাত দিন আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে দেওয়ার মতো এমন ঘটনা যুক্তরাষ্ট্রে আর কখনো ঘটেনি। আর এটি ঘটছে ক্যাপিটল হিলে হামলার সাত দিন পর আর বাইডেন দায়িত্ব গ্রহণের সাত দিন আগে। আরও উল্লেখ্য, ক্ষমতায় থাকাকালে এর আগে আর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে কংগ্রেসে দুবার ইমপিচের আয়োজন হয়নি। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে উগ্রপন্থি সমর্থকদের লেলিয়ে দিয়ে সন্ত্রাসী হামলার জন্য ট্রাম্পকে দায়ী করেই যুক্তরাষ্ট্রের সংবিধান, গণতন্ত্র ও মানুষের নিরাপত্তার স্বার্থে ইমপিচের বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় কংগ্রেসম্যানরা। তবে ইমপিচের এ চূড়ান্ত পদক্ষেপের বিষয়টি জেনেও নিজকে বদলাননি ট্রাম্প। মঙ্গলবারও তিনি টেক্সাসে সীমান্ত দেয়াল পরিদর্শনে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উল্টো হুমকিস্বরূপ বলেন, তাকে ইমপিচ করা হলে যুক্তরাষ্ট্রে আরও সহিংসতা হতে পারে। অর্থাৎ তার উগ্রপন্থি ও ডানপন্থি সমর্থকরা শনিবার থেকে সারা আমেরিকায় যে ‘সশস্ত্র প্রতিরোধ কর্মসূচি’ ঘোষণা করেছে, তার প্রতিই নিজের পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করলেন। আর তাকে অভিশংসন করার যে প্রচেষ্টা ফের ডেমোক্র্যাট এমপিরা চালাচ্ছেন তা তার কথায় ‘সম্পূর্ণ হাস্যকর’।

ট্রাম্প এ অভিশংসনের পদক্ষেপকে ডেমোক্র্যাটদের একটি ধাপ্পাবাজি. রাজনৈতিক কূটচাল হিসেবে মন্তব্য করেছেন। নিজেকে শান্তিপ্রিয় মানুষ দাবি করে ট্রাম্প মঙ্গলবার বলেন অভিশংসনের পরিক্রমা হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ‘উইচ-হান্ট’ এবং তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়ংকর। এমনকি ট্রাম্পের নিজ দলীয় সিনেটর-কংগ্রেসম্যানের অধিকাংশই মনে করছেন, ইমপিচের ফলে রিপাবলিকান পার্টি বড় একটি ধাক্কা থেকে বেঁচে যেতে পারে। ‘রিপাবলিকান পার্টি অভিশাপমুক্ত হবে’ বলেও অভিমত পোষণ করেছেন ক্ষুব্ধ কংগ্রেসম্যানরা। রিপাবলিকান নেতা ম্যাকনেল ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ডেমোক্র্যাটরা অভিশংসন প্রস্তাব আনায় তিনি খুশি। তিনি মনে করেন, ট্রাম্পকে ইমপিচ করা হলে পার্টি থেকেও তাকে ছেঁটে ফেলা সম্ভব হবে। ইমপিচ নিয়ে কাপিটল হিল যখন মতামত উপস্থাপন করছিল, ঠিক সে সময়ই তিন বাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের উদ্দেশে নজিরবিহীন এক বিবৃতি প্রদান করেছেন। এ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দেশ ও দেশের বাইরে আমেরিকার শত্রুর হাত থেকে জনগণ ও সম্পদ রক্ষায় মার্কিন সেনাবাহিনী সব সময় সংবিধান সমুন্নত রেখেছে। ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার দায় নিয়ে ট্রাম্প নিজে থেকে সরে না যাওয়া এবং কথিত  দেশব্যাপী সশস্ত্র প্রতিরোধ কর্মসূচি ঘোষণায় ক্যাপিটল হিলেই শুধু নয়, গোটা আমেরিকায়ই থমথমে ভাব বিরাজ করছে।

সর্বশেষ খবর