বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্পেনে মাইনাস ২৫ সাতজনের মৃত্যু

স্পেনের মধ্যাঞ্চলে হিমশীতল তাপমাত্রা বিরাজ করছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিরূপ আবহাওয়ায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী মাদ্রিদের পূর্বের পার্বত্যাঞ্চল মোলিনা দে আরাগন ও তেরুয়েলে সোমবার রাতে তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। গত ২০ বছরের মধ্যে এটি দেশটির সবচেয়ে শীতলতম তাপমাত্রা। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার শুধু মাদ্রিদ অঞ্চলের হাসপাতালগুলোতেই হাড় ভাঙা ১ হাজার ২০০ রোগী এসেছে।

সর্বশেষ খবর