শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আইনজীবী রুডির ওপর খ্যাপা ট্রাম্প

বাজে এক ইতিহাস গড়ে আবারও অভিশংসিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসন করা হয়েছে। শেষ সময়ে হোয়াইট হাউসে অনেকটা ‘নিঃসঙ্গ’ সময় কাটছে তার। এমন পরিস্থিতিতে কাছের অনেকের প্রতি তো বটেই প্রেসিডেন্ট এখন বেশ খ্যাপে আছেন তার আইনজীবী রুডি জুলিয়ানির ওপরও। নির্বাচনে পরাজয়ের পর নানা কান্ডে গ-গোল বাধানো ট্রাম্পের আইনি জটিলতা মোকাবিলায় বিশ্বস্ত নাম হয়ে ওঠে রুডি। সব ধরনের মামলায় মূল কারিগর হয়ে ওঠেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে তালগোল পাকিয়ে যায়। ক্যাপিটল ভবনে সহিংসতা, এরপর অভিশংসনের পথে এগোয় ট্রাম্পের ভাগ্য। সিএনএন বলছে, ক্যাপিটলে সহিংসতা আর অভিশংসনের পর দাপুটে আইনজীবী ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডির ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তার পাওনা অর্থ পরিশোধ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আইনগত সেবার জন্য রুডি জুলিয়ানি দিনে ২০ হাজার ডলার নিচ্ছেন বলে যখনই খবর পান ট্রাম্প, তখনই তিনি খেপে যান।

অথচ এমন আইনগত ফি দেওয়ার কথা নাকি লিখিত চুক্তিতেও আছে। ট্রাম্পের প্রচারণা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার আইনজীবী রুডিকে পাওনা না দেওয়ার নির্দেশনার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর