রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবসান হচ্ছে মেরকেল যুগের

অবসান হচ্ছে মেরকেল যুগের

জার্মানির ক্ষমতাসীন ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (সিডিইউ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরমিন ল্যাশেট। দেশটির জনবহুল নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার গর্ভনর হিসেবে দায়িত্ব পালনরত আরমিন ল্যাশেট দেশটিতে আগামী নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন। সেপ্টেম্বরে বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা  মেরকেল পদত্যাগ করলে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর সুবাদে জার্মানিতে শেষ হতে যাচ্ছে মেরকেল যুগের। ২০০৫ সালে সিডিইউর চেয়ারম্যান নির্বাচিত হন মেরকেল। ২০১০ সালের ১০ এপ্রিল তিনি জার্মানির চ্যন্সেলর নির্বাচিত হন।

২০১৮ সালে চতুর্থ দফা প্রতিদ্বন্দ্বিতার পর ইউরোপের ব্যাপক জনপ্রিয় এই নেতা ঘোষণা দিয়েছিলেন, এরপর তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। দলীয় নেতৃত্ব থেকেও তিনি অবসর নিয়েছিলেন। গতকাল দলটির এক অনলাইন সম্মেলনে ল্যাশেট অপর এক প্রার্থী ফ্রেডরিখ মার্জকে পরাজিত করে দলের নতুন প্রধান নির্বাচিত হন। ল্যাশেটের ৫২১ ভোটের বিপরীতে মার্জ ৪৬৬ ভোট পান। তৃতীয় প্রতিদ্বন্দ্বী নরবার্ট রটগেন প্রথম দফার ভোটেই বাদ পড়ে যান। দলের ডিজিটাল কংগ্রেসে ১ হাজার ১ জন প্রতিনিধি নতুন সিডিইউ নেতা নির্বাচন করেন। এর আগে দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) নেতা মার্কাস সোয়েডার জরিপে এগিয়ে ছিলেন। অবশ্য গতকালের ভোট আগামী ২৬ সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থি দলটির চ্যান্সেলর প্রার্থীর বিষয়ে চূড়ান্ত রায় নয়। ল্যাশেট নিজেও চ্যান্সেলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করেন, তবে দলের প্রার্থী কে হবেন তার সিদ্ধান্তে ল্যাশেটের মতামতই গুরুত্ব পাবে। বর্তমান প্রধান অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ারের দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যর্থতায় পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে নতুন নেতা নির্বাচনের আরও দুটি উদ্যোগ করোনাভাইরাস সংক্রমণের কারণে অনুষ্ঠিত হয়নি। প্রসঙ্গত, ৫৯ বছর বয়সী ল্যাশেট ২০১৭ সালে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার গভর্নর নির্বাচিত হন। ফ্রি ডেমোক্র্যাট পার্টির সঙ্গে জোটের ভিত্তিতে তিনি স্থানীয় সরকার গঠন করেন। বিবিসি, রয়টার্স

সর্বশেষ খবর