রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটির ঘরে

ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হবে ৫ লাখ

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটির ঘরে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন সাড়ে ৯ কোটির ঘরে পৌঁছাতে যাচ্ছে তখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেছেন, ‘ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখে পৌঁছাবে।’ গতকাল সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৮৫৬ জনের। বিশ্বে গতকাল সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২০ লাখ ২০ হাজার। প্রতিদিন মৃত্যু যোগের সংখ্যা প্রায় ১৫ হাজার করে। আর আক্রান্তের সংখ্যা অন্তত ৭ লাখ ৬০ হাজার করে। গত শুক্রবার ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ছিল ৩ হাজার ৮০৫ আর আক্রান্ত ২ লাখ ৪৮ হাজার ৮০ জন।

সর্বশেষ খবর