রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে মার্কিন সেনা এখন সবচেয়ে কম : পেন্টাগন

আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমতে কমতে আড়াই হাজারে পৌঁছেছে; এ সংখ্যা দুই দশক আগে দেশটিতে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর পর সবচেয়ে কম বলে জানিয়েছে পেন্টাগন। গত বছরের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যসংখ্যা মধ্য জানুয়ারির ভিতর সাড়ে ৪ হাজার থেকে কমিয়ে আড়াই হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুদ্ধ শেষ করতে ট্রাম্প তার মেয়াদের শুরু থেকেই তৎপর ছিলেন। যদিও আফগানিস্তান থেকে সেনা কমানো নিয়ে রিপাবলিকান এ প্রেসিডেন্টকে ঘরে-বাইরে অনেক চাপ মোকাবিলা করতে হয়েছে। সেনা সংখ্যা আড়াই হাজারে নেমে এসেছে জানিয়ে ভবিষ্যতে আফগানিস্তান থেকে ‘শর্ত সাপেক্ষে’ আরও সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হতে পারে বলে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলারের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানে সৈন্য কমানোর ঝুঁকি পর্যালোচনায় সেখানে কংগ্রেসের প্রতিনিধি পাঠানোর আগ পর্যন্ত দেশটি থেকে আর সেনা কমানো যাবে না- যুক্তরাষ্ট্রে হওয়া নতুন একটি আইনে এ বিধান থাকা সত্ত্বেও পেন্টাগন সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার অব্যাহত রেখেছিল বলে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

সর্বশেষ খবর