রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অ ন্য খ ব র

শিল্পকর্ম রেকর্ডমূল্যে বিক্রি

বেলজিয়ামের ইলাসস্ট্রেটর হার্জের আঁকা একটি ছবি বিক্রি হয়েছে ৩.৯ মিলিয়ন ডলারে। ১৯৩৬ সালে কালি ও জলরঙে আঁকা এ ছবিতে দেখা গেছে, ছোট্ট সাংবাদিক টিনটিন তার কুকুর স্নোয়িকে নিয়ে প্রকা- একটি ড্রাগনের হাত থেকে বাঁচতে একটি ফুলদানির ভিতর লুকানোর চেষ্টা করছে। হার্জের টিনটিন সিরিজের পঞ্চম বই ‘দ্য ব্লু লোটাস’-এ এটি ব্যবহৃত হওয়ার কথা ছিল। কিন্তু পুনরুৎপাদনে বেশি ব্যয় হবে এমন অজুহাতে তা বাতিল করে দেওয়া হয়। পরে এ শিল্পকর্মের সাধারণ একটি সংস্করণ ব্যবহৃত হয়েছিল বইয়ের প্রচ্ছদ হিসেবে। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর মধ্যে টিনটিন অন্যতম। খুদে রিপোর্টার টিনটিন, মাথায় বাঁকানো লালচে-সোনালি চুল আর সঙ্গী কুকুর স্নোয়ি নানা রকম অ্যাডভেঞ্চার করে বেড়ায়। ১৯২০-এর দশকে টিনটিন চরিত্রটি সৃষ্টি করেন হার্জ। তাঁর আসল নাম জজ রেমি।। ডজনখানেক ভাষায় টিনটিন অনূদিত হয়েছে। রেডিও, টিভি, চলচ্চিত্র, মঞ্চ ও ভিডিও গেমেও জায়গা করে নিয়েছিল টিনটিন।

 

সর্বশেষ খবর