মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
চীনে সোনার খনি দুর্ঘটনা

সপ্তাহ ধরে আটকা পড়া ১২ শ্রমিক জীবিত

চীনে সোনার খনিতে ১০ জানুয়ারি ২২ শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে ১২ শ্রমিক এখনো জীবিত আছেন। তবে নিখোঁজ বাকি ১০ শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনো পরিষ্কার হয়নি। চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের হুশান খনিতে বিস্ফোরণ ঘটে শ্রমিকরা আটকা পড়েন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, আটকাপড়া শ্রমিকরা দুর্ঘটনার সাত দিন পর উদ্ধারকারীদের কাছে একটি নোট পাঠাতে সক্ষম হয়েছেন। উদ্ধারকারীরা সরু একটি শ্যাফ্টের মধ্য দিয়ে কয়েকজন খনি শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। এরপর ওই গর্ত দিয়ে তারা নিচে খাবার, ওষুধ, পাঠান। জীবিত শ্রমিকরা খনির প্রবেশ পথ থেকে প্রায় ৬০০ মিটার (দুই হাজার ফুট) দূরে আছেন বলে ধারণা করা হচ্ছে।

চীনের গণমাধ্যম জানিয়েছে, শ্রমিকদের উদ্ধার করা যাবে এমন আশায় উদ্ধারকারীরা বেশ কয়েকটি বিকল্প গর্তও খুঁড়ছেন।

সর্বশেষ খবর