মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানি ছয় গুপ্তচর গ্রেফতার হয়েছে আফগানিস্তানে

প্রতিদিন ডেস্ক

কান্দাহার প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত জেলার স্পিন বলদাক নামক এলাকায় পাকিস্তানের ছয়জন নাগরিককে আফগান পুলিশ গ্রেফতার করেছে।

কান্দাহার পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই বার্তা সংস্থা পাজোয়াক আফগান নিউজকে বলেন, ডুরান্ড লাইন পার হয়ে ওরা সীমান্তের ওই এলাকায় এলে ১৪ জানুয়ারি ধরা পড়ে। তারা সেখানে গুপ্তচর হয়ে কাজ করছিল বলে সন্দেহ হচ্ছে।

ধৃত ছয়জনের মধ্যে চারজন পুলিশ বাহিনীর সদস্য। বেলুচিস্তানের চমন এলাকার দুই বাসিন্দার সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করে। ওই চার ব্যক্তি মোটরকার কেনার জন্য স্পিন বলদাকে আসার ভান করছিল। ফিরে যাওয়ার চেষ্টা করার সময় তাদের শনাক্ত করে পুলিশ।

গত মাসে আফগান বাহিনী ধরে ফেলে যে, ছয় মাস ধরে আফগানিস্তানে একটি চীনা গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমেই গুপ্তচররা জঙ্গি নেটওয়ার্ক ‘হাক্কানি’ এবং  আফগান তালিবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

সর্বশেষ খবর