বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চীনের উইঘুর নিপীড়ন ‘গণহত্যা’ : যুক্তরাষ্ট্র

চীন শিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের ওপর ব্যাপক-মাত্রায় নিপীড়ন চালিয়েছে। যা ‘গণহত্যা’ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এনআরপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ এনেছেন। চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালিয়ে ‘গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধ করেছে চীনা সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, আমি বিশ্বাস করি এই গণহত্যা চলছে। আমরা উইঘুরদের ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা দেখতে পাচ্ছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, চীন সরকার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্মূল করার তৎপরতা চালাচ্ছে এবং তাদের ওপর জোর-জবরদস্তি করা হচ্ছে। সম্প্রতি কয়েক মাসে যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা এবং আন্দোলনকর্মীদেরও অনেকেই চীনের উইঘুর নিপীড়নকে ‘গণহত্যার’ তকমা দেওয়ার জন্য চাপ দিয়ে এসেছে। ট্রাম্প প্রশাসনের অন্তিম সময়ে চীনের বিরুদ্ধে এটিই সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর