শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেড় বছর তিন কৃষি আইন স্থগিত রাখতে চান মোদি

কৃষক নেতারা চাইলে হলফনামা দিতেও রাজি সরকার

অবশেষে কৃষক আন্দোলনের সামনে অনেকটাই নতিস্বীকার করতে বাধ্য হলো ভারত সরকার। কৃষক আন্দোলনের চাপে পিছু হঠতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনড় অবস্থান থেকে সরে এসে সরকারের প্রস্তাব, তারা দেড় বছর তিন ‘বিতর্কিত’ কৃষি আইন স্থগিত রাখবে। কৃষক নেতারা চাইলে সুপ্রিম কোর্টে লিখিত হলফনামা দিতেও সরকার রাজি। বিনিময়ে কৃষকদের আন্দোলন প্রত্যাহার করতে হবে। কৃষক সংগঠনগুলো এই প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেনি। তারা এখন বৈঠক করে সিদ্ধান্ত নেবে। গতকাল নিজেদের মধ্যে বৈঠক সেরে আজ আবার সরকারের সঙ্গে আলোচনায় বসবেন কৃষক সংগঠনের নেতারা। তখন তাঁরা সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। কৃষকরা এখনো যে দাবি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তা হলো, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাধ্যতামূলক করার জন্য আইন করা। যাতে সবাই এই সহায়ক মূল্য মানতে বাধ্য হয়। কৃষকদের দাবি ছিল, তিনটি আইন বাতিল করতে হবে। কিন্তু সরকার এত দিন ধরে রাজি হয়নি। বরং তারা অনড় থেকে যথেষ্ট ইঙ্গিত দিয়েছিল, এই দাবি মানা সম্ভব নয়। প্রধানমন্ত্রী অনেক বলেছেন, তিনটি আইন কৃষকদের অনেক উপকার করবে। বিরোধীরা যা বলছে তা ঠিক নয়।

সর্বশেষ খবর