শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আতঙ্ক নয়, টিকা পাবে সবাই

-ডব্লিউএইচও

করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যারা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের সবাই এই টিকা পাবেন বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও বলেন, সারা বিশ্বের মানুষ যাতে করোনাভাইরাসের টিকা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি কাজ করছে। ডব্লিউএইচওর সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে  মারিয়াঞ্জেলা সিমাও বলেন, সব দেশ, সব মানুষের টিকা পাওয়ার যে সুযোগ রয়েছে, তা নিশ্চিত করার জন্য তাঁরা কঠোর পরিশ্রম করে চলছেন। তিনি আরও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। সেগুলোর ৪০টিরও বেশি উচ্চ আয়ের দেশ রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর