শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
উইঘুর নারী নিয়ে বিতর্কিত মন্তব্য

চীনা দূতাবাসের অ্যাকাউন্ট ‘ব্লক’ করল টুইটার

উইঘুর মুসলিম নারীকে নিয়ে ‘বিতর্কিত’ টুইট করার জের। আমেরিকায় থাকা চীনা দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। এমনকি, তাদের টুইটটিও হাইড করে দিয়েছে কর্তৃপক্ষ। দিন কয়েক আগে আমেরিকার চীনা দূতাবাসের টুইটার হ্যান্ডলে লেখা হয়, উইঘুর নারীরা এখন আর শুধু সন্তান উৎপাদনের যন্ত্র নয়। এই নারীরা জিনপিংয়ের আমলে আরও স্বাধীন এবং স্বনির্ভর। আগে তাঁদের সন্তান উৎপাদনের যন্ত্র মনে করত ওই সম্প্রদায়ের পুরুষরা। এই  টুইট করা হয় দূতাবাসের অ্যাকাউন্ট থেকে। এরপরই অ্যাকাউন্টটি সাময়িক ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ। অভিযোগ, উইঘুর সম্প্রদায়কে অপমান করা হয়েছে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের দাবি, তাঁদের নিয়মবিধি মানা হয়নি। এ ধরনের অমানবিক আচরণকে টুইটার সমর্থন করে না।

সর্বশেষ খবর