শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘ব্যর্থতার করুণ মূল্য দিতে হচ্ছে’

‘ব্যর্থতার করুণ মূল্য দিতে হচ্ছে’

আমেরিকায় করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পরদিন করোনা মোকাবিলায় নিজের পরিকল্পনা তুলে ধরার সময় এ কথা বলেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। আগামী মাসে সম্ভবত মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে।’ তিনি বলেন, ‘বিগত এক বছরে দেখেছি, জরুরি ভিত্তিতে, মনোযোগ দিয়ে এবং সমন্বয় নিয়ে কাজ করতে ফেডারেল সরকারের ওপর আমরা নির্ভর করতে পারিনি এবং এখন এই ব্যর্থতার করুণ মূল্য দিতে হচ্ছে।’ শপথ নেওয়ার পরদিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে অফিস করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় বাইডেন পরিস্থিতি মোকাবিলায় এ সংক্রান্ত অনেক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতীয় কৌশলটি বিস্তৃত, এটি বিজ্ঞানভিত্তিক, রাজনৈতিক নয়। এটি সত্যের ওপর ভিত্তি করে, অসত্যের ওপর নয় এবং এটি বিস্তারিত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর