সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
চীনে সোনার খনিতে ধস

১৪ দিন আটকে থাকা ১১ শ্রমিক উদ্ধার

চীনে সোনার খনিতে ১৪ দিন আটকে থাকার পর উদ্ধারকারীরা ১১ শ্রমিককে বের করে আনতে সক্ষম হয়েছেন। গতকাল সকালে খনির একটি শ্যাফট থেকে প্রথম শ্রমিককে উপরে তুলে আনা হয়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে দেখা গেছে, উদ্ধারকারীরা সোনার খনির একটি শ্যাফট থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়। ফুটেজে আরও দেখা গেছে, উদ্ধার করা এই শ্রমিকের চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। দেশটির গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। প্রায় সাড়াহীন ওই লোককে ভারী কম্বলে জড়িয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। পরবর্তীতে খনির আরেকটি অংশ থেকে আরও তিন শ্রমিককে উদ্ধার করা হয়। বিকালে দুই ধাপে আরও সাত শ্রমিককে তুলে আনা হয়। সবাইকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত ১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরের হুশান সোনার খনিতে এক বিস্ফোরণে আটকা পড়েন ২২ জন শ্রমিক। দেশটির গণমাধ্যম শিনহুয়া জানিয়েছে, ১১ জনকে উদ্ধার করা গেলেও অন্য ১১ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ খবর