সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতা প্রশ্নে আবারও গণভোট হবে স্কটল্যান্ডে

যুক্তরাজ্যের বিরোধিতার পরেও স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আবারও গণভোটের চেষ্টা করা হবে বলে জানিয়েছে দেশটির স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি)। শনিবার দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।  খবর ফিন্যান্সিয়াল টাইমস। প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী মে মাসের নির্বাচনে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) জয়ী হলে তারা দ্বিতীয়বারের মতো স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করবে। এসএনপি’র প্রেসিডেন্ট মাইকেল রাসেল বলেন, ‘পুনরায় গণভোট আয়োজনের জন্য ১১ দফা রোডম্যাপ ঘোষণা করা হবে। আর এটি হবে ক্যাটালোনিয়া-স্টাইলে।’

সর্বশেষ খবর