সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইয়েমেন বিষয়ে নীতি খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন

আর মাস দুয়েক পরই ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের ছয় বছর পূর্ণ হবে। এই আগ্রাসন একবিংশ শতাব্দীর সবচেয়ে বিপর্যয়কর আগ্রাসন হিসেবে চিহ্নিত। এতে ইয়েমেনের এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক লাখ। ৪০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। এ অবস্থায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে যুদ্ধ অবসানের জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রশাসন এই আগ্রাসনকে দূর থেকে দেখেছে, যুদ্ধ বন্ধ করার চেয়ে এই যুদ্ধে অস্ত্র বিক্রিতে বেশি মনোযোগ দিয়েছে। তবে মার্কিন নতুন প্রশাসন অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধের নীতিগত অবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর