মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নেপালের প্রধানমন্ত্রী ওলিকে দল থেকে বহিষ্কার

নেপালের প্রধানমন্ত্রী ওলিকে দল থেকে বহিষ্কার

ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি) থেকে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে বহিষ্কার করেছে দলটির একটি পক্ষ। নেপালে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ওলিকে বহিষ্কারের এ ঘোষণা এলো। ওলির বিরোধী পক্ষটির এক মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠা বলেন, ‘ওলি দলের আর সদস্য নন।’ তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলে তাঁর সাধারণ সদস্যপদও নেই। ‘অসাংবিধানিক’ সিদ্ধান্ত নেওয়ায় ওলিকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছিল। এনসিপির পুষ্প কমল দহল ও মাধব কুমার নেপালের নেতৃত্বাধীন অংশ ওলিকে এ শোকজ করেছিল। কিন্তু তিনি এর কোনো জবাব দেননি। ওলির বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন।

সর্বশেষ খবর