বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষক আন্দোলনে উত্তাল দিল্লি

লালকেল্লায় বিক্ষোভকারীদের পতাকা

কলকাতা প্রতিনিধি

কৃষক আন্দোলনে উত্তাল দিল্লি

ব্যারিকেড ভেঙে লাল কেল্লায় ঢুকে পড়েন কৃষকরা -এএফপি

ভারতে কৃষি সংস্কার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের মধ্য দিয়ে ঢুকে পড়েছে দিল্লির প্রাণকেন্দ্রে। পাশাপাশি ঐতিহাসিক লাল কেল্লায় উড়িয়ে দিয়েছে শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা ও কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা। শহরের বিভিন্ন জায়গায় আন্দোলন কারীদের সঙ্গে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ ছাড়া ট্রাক্টর উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। এদিন হাজার হাজার কৃষক হেঁটে এবং ট্রাক্টর চালিয়ে শহরে প্রবেশ করে। কয়েকটি জায়গায় কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্যদিকে এগিয়ে যায়। নরেন্দ্র মোদি সরকারের ‘নতুন বাজারবান্ধব’ নামে কৃষি সংস্কারের বিরুদ্ধে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ এই কৃষক আন্দোলন চলছে প্রায় দুই মাস ধরে। সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে কিন্তু কৃষকরা বলছে তারা আইনটির বাতিল চায়। কয়েক দফা আলোচনার পর পুলিশ গতকালের সমাবেশের অনুমতি দিয়েছিল এই শর্তে যে তারা কোনোভাবেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের বিঘ্ন ঘটাবে না। পুলিশের ঘোষণা ছিল, বেলা ১২টার দিকে কৃষকদের মিছিল নির্দিষ্ট তিনটি রুটে গিয়ে আবার উৎসস্থলে ফিরে আসবে। কিন্তু বাস্তবে ঘটে উল্টো। সকাল ৮টা থেকে দিল্লির দিকে ধেয়ে আসতে থাকে অসংখ্য মিছিল। পুলিশের বাধা কেউ মানেননি। একাধিক ফুটেজে দেখা গেছে, কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। এমনকি বেশ কিছু আন্দোলনরত কৃষকদের তলোয়ার হাতে পুলিশের দিকে তেড়ে যেতেও দেখা যায়।

সর্বশেষ খবর