বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারতে তৈরি করোনার টিকা ব্যবহার করতে ৯২ দেশের আগ্রহ

প্রতিদিন ডেস্ক

ভারতে তৈরি করোনার টিকা ব্যবহার করতে চাইছে বিশ্বের ৯২টি দেশ। তাদেরকে এই টিকা সরবরাহ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চলেছে তারা। ২৩ জানুয়ারি ভারত তার নিজের তৈরি টিকা দেশজুড়ে প্রয়োগ শুরু করেছে। বার্তা সংস্থার খবরে বলা হয়, দেখা গেছে এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নগণ্য। এ পরিস্থিতির প্রভাবে করোনায় কাবু হওয়া দেশগুলো ভারতীয় টিকা সংগ্রহ করতে খুবই আগ্রহী। পুনে শহরে অবস্থিত ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’ তৈরি করছে করোনার প্রতিষেধক ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ঘোষণা দিয়েছিলেন, ভারত যে টিকাই তৈরি করুক তা মানবতার কল্যাণে দেওয়া হবে। ঘোষণা অনুসারে, ভারত তার প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে এই টিকা দিয়েছে। ডোমিনিকান রিপাবলিকের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট তাঁর দেশকে জরুরি ভিত্তিতে ৭২ হাজার ১০০ ডোজ টিকা দান হিসেবে পাঠানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্ডো পাজুয়েল্লো বলেছেন, প্রথম কিস্তিতে তাঁর দেশ ভারতের ২০ লাখ ডোজ টিকা কিনেছে। এগুলো আনতে এক বিমান যাবে ভারতের পুনায়। ৫০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য বলিভিয়া চুক্তিবদ্ধ হয়েছে।  চীনে তৈরি টিকা ‘সিনোভ্যাক’ টিকার ২০ লাখ ডোজ ব্যবহার করেছিল থাইল্যান্ড। এর কার্যকারিতার মাত্রা দেখে দেশটি সন্তুষ্ট নয়। ব্যাংকক পোস্ট জানায়, কেন এমন হলো ব্যাখ্যা চেয়েছে থাইল্যান্ড। ভারত আশ্বাস দিয়েছে, পাকিস্তান আগ্রহী হলে সে দেশের কাছেও টিকা বিক্রি করা হবে। চীনের টিকা সুফল না দিলে সে দেশকেও টিকা দিতে ভারতের দ্বিধা নেই।

সর্বশেষ খবর