বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
দাভোস সম্মেলন

বিশ্ব অর্থনীতির হাল ফেরাতে সহযোগিতা চান জিন পিং

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলন। তবে এবারের সম্মেলন হচ্ছে ভার্চুয়াল। বৈঠকে চার বছর পর ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বৈঠকে অন্যতম প্রধান বক্তাও তিনি। চীনের প্রেসিডেন্ট বলেন, করোনার পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। এ নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট নয়। সবার সহযোগিতায় বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস তাঁর ভাষণে সবাইকে সাবধান করে দিয়ে বলেছেন, বিশ্ব যে শুধু করোনা ও আর্থিক সংকটের মুখে পড়েছে তাই নয়, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষেত্রে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। গতকাল বৈঠকে আরও বক্তব্য দেন জার্মান চ্যান্সেলর  অ্যাঞ্জেলা মেরকেল, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভ্যান ডার লেয়েন। গতকালের আলোচনায় প্রধান্য পায় কোভিড টিকা।

সর্বশেষ খবর