বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
পিডিএম জোটের ঘোষণা

ইমরান খান তিন দিনের মধ্যে ক্ষমতা না ছাড়লে কঠোর আন্দোলন

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে বিরোধীদলীয় জোট পিডিএম সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিন দিনের মধ্যে (৩১ জানুয়ারি) ক্ষমতা ছেড়ে চলে যেতে বলেছে। নইলে সরকার পতনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটপ্রধান মাওলানা ফজলুর রহমান। ১১টি বিরোধী দল নিয়ে গঠিত জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পদত্যাগ দাবিতে ১৬ অক্টোবর থেকে দেশের বড় বড় শহরে সভা-সমাবেশ করছে।  ফজলুর রহমান বলেন, ইমরানের বিরুদ্ধে তুমুল আন্দোলনের অংশ হিসেবে আবার বিভিন্ন শহরে সমাবেশ করবে পিডিএম। রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে সমাবেশ হবে ৫ ফেব্রুয়ারি। বার্তা সংস্থা এএনআই জানায়, পিডিএম ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে ও ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাবের শিয়ালকোটে সমাবেশের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদে পিডিএম স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সব সিদ্ধান্ত হয়। পিডিএম অভিযোগ করে যে, ইমরান পাকিস্তানের ইতিহাসে জঘন্যতম কেলেঙ্কারি মামলায় প্রধান অভিযুক্ত। বিদেশি তহবিল নিয়ে দল চালনার কেলেঙ্কারি মামলার বিচার চলছে নির্বাচন কমিশনে। এই মামলা থেকে আত্মরক্ষায় ইমরান খান শেষতক অধ্যাদেশ জারি করতে পারেন বলে সন্দেহ করছে পিডিএম।

সর্বশেষ খবর