বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনা তহবিল নিয়ে দ্বন্দ্বে ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইতালির প্রধানমন্ত্রী জুজেপে কন্তে পদত্যাগ করেছেন। করোনাভাইরাস সংকটে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল নিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টির পর তিনি পদত্যাগ করলেন। মঙ্গলবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দেন কন্তে। প্রেসিডেন্ট এখন পার্লামেন্টে দলের নেতাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ কি হবে সে ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবেন। ধারণা করা হচ্ছে-সরকার গঠনের আরেকটি সুযোগ পেতে ভেবে-চিন্তেই কন্তে পদত্যাগের এই পদক্ষেপ নিয়েছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর কন্তেকে আরও শক্তিশালী একটি সরকার গড়ার সুযোগ দিতে পারেন প্রেসিডেন্ট। করোনাভাইরাস সংকট ও অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে সরকারি অব্যবস্থাপনার অভিযোগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন ইতালিয়া ভিভা পার্টি জোট থেকে বেরিয়ে গেলে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারান কন্তে।

সর্বশেষ খবর