রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে গান্ধী মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা

বিদেশের মাটিতে ভাঙচুর করা হয়েছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল পার্কের এই ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী ভারতীয়রা। এই ঘটনাকে ‘বিদ্বেষমূলক’ অপরাধ হিসেবে চিহ্নিত করে যথাযথ তদন্তের দাবি তুলেছেন তাঁরা। ঘটনার পর মূর্তিটি মেরামত করার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে, নর্থ ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে ৬ ফুট লম্বা, প্রায় ৩০০ কেজি ওজনের একটি গান্ধীমূর্তি বসানো আছে। গতকাল সকালে পার্কের এক কর্মীর চোখে পড়ে, মূর্তিটি ভগ্ন। তিনি পুলিশে খবর দেন। পুলিশ তদন্ত শুরু করলেও কে বা কারা এই কাজ করেছে, সে বিষয়ে কোনো সূত্র পাওয়া যায়নি এখনো।

সর্বশেষ খবর