সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!

মনোনীতদের তালিকায় ডব্লিউএইচও থুনবার্গ-নাভালনি

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!

চলতি ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য মনোনীতদের তালিকায় নাম রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, নরওয়ের আইনপ্রণেতারা তাদেরকে মনোনয়নের তালিকায় রাখার ব্যাপারে সমর্থন জানিয়েছেন।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হয় মূলত পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর মাস থেকে। তখন মনোনয়নের জন্য নাম প্রস্তাব করার যোগ্য বলে বিবেচিত ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র পাঠায় নোবেল কমিটি। সেপ্টেম্বরে আমন্ত্রণপত্র পাওয়ার পর পরের বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকে। তবে কেউ নিজেকে মনোনয়ন দিতে পারেন না। এ সময় পার হয়ে যাওয়ার পর যারা মনোনয়নপত্র      দাখিল করেন তাদেরকে পরের বছরের জন্য বিবেচনা করা হয়। যারা নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন সেগুলো থেকে সংক্ষিপ্ত তালিকা করা হয়।

এ বছর নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তা জানতে নরওয়ের আইনপ্রণেতাদের মধ্যে একটি জরিপ পরিচালনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, ট্রাম্প নাভালনি, থুনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তাদের কোভ্যাক্স উদ্যোগের নাম তালিকায় রয়েছে। থুনবার্গকে উল্লেখ করা হয়েছে ‘জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে এক নিবেদিতপ্রাণ মুখপাত্র হিসেবে। পাশাপাশি তার প্রতিষ্ঠিত ক্যাম্পেইন গ্রুপ ফ্রাইডেস ফর ফিউচারকে তালিকায় রাখা হয়েছে।

রুশ শিক্ষাবিদরা মনোনীত করেছেন নাভালনিকে। রাশিয়ার শান্তিপূর্ণ গণতন্ত্রায়নের প্রচেষ্টা চালানোর স্বীকৃতি হিসেবে নাভালনির নাম প্রস্তাব করেছেন নরওয়ের সাবেক মন্ত্রী ওলা এলভেস্টুয়েন। এবারের মনোনীতদের তালিকার ক্ষেত্রে করোনাবিরোধী লড়াইকে গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণে  ভ্যাকসিন জোট জিএভিআইকেও রাখা হয়েছে তালিকায়।

এ ছাড়া অন্য মনোনীতদের মধ্যে রয়েছে-ন্যাটো, ইউএনএইচসিআর, বেলারুশের অ্যাক্টিভিস্ট সিভয়াতলানা সিখানোস্কায়া, মারিয়া কোলেস্নিকোভা ও ভেরোনিকা সেপকালোর নাম। হাঙ্গেরিভিত্তিক মানবাধিকার সংগঠন হেলসিংকি কমিটিকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নোবেলপ্রাইজ, ওআরজি ওয়েবসাইটে    প্রকাশিত তথ্য অনুযায়ী, যোগ্য ব্যক্তিদের দিয়ে মনোনীতদের মধ্য থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের জন্য যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই এবং বিজয়ীর নাম ঘোষণার কাজটি করে থাকে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বাছাইয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। আর এ কমিটিকে নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট স্টর্টিং। অক্টোবরে ঘোষণা করা হবে পুরস্কার বিজয়ীর নাম।

সর্বশেষ খবর