মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে লাদেনের কাছ থেকে অর্থ নিতেন নওয়াজ

কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে লাদেনের কাছ থেকে অর্থ নিতেন নওয়াজ

ফের বিতর্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে নওয়াজ শরিফ নিয়মিত টাকা নিতেন বলে দাবি করেছেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আবিদা হুসেন। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে খবর, নওয়াজ শরিফের মন্ত্রিসভার সদস্য আবিদা বলেছেন, ‘হ্যাঁ, লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ। তবে বিষয়টি অত্যন্ত জটিল। ওসামা আর্থিক মদদ দিত।’ এদিকে, কয়েকদিন আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর সদস্য ফারুখ হাবিব অভিযোগ তুলেছেন, দেশে বিদেশি লগ্নির বেশির ভাগটাই দিয়েছেন লাদেন। শুধু তাই নয়, লাদেনকে কাজে লাগিয়ে বেনজির ভুট্টোর সরকারকে উচ্ছেদ করছেন নওয়াজ। এবার খোদ তৎকালীন মন্ত্রিসভার সদস্যের এই বয়ানে রীতিমতো বিপাকে পড়েছেন বিরোধী নেতা নওয়াজ শরিফ।

সর্বশেষ খবর