মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিক্ষোভে উত্তাল রাশিয়া মস্কোয় লকডাউন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মুক্তি দাবিতে ফের উত্তাল রাশিয়া। শনিবারও দেশজুড়ে বিক্ষোভ দেখিয়েছিল তারা। এরপর ফের রবিবার একইভাবে শুরু হয় জমায়েত। কনকনে ঠান্ডা কিংবা গ্রেফতারির ভয়কে অগ্রাহ্য করেই তারা পথে নামে। আন্দোলনকারীদের রুখতে কঠোর ভূমিকা পালন করতে দেখা যায় পুলিশকে। দেশটির বিভিন্ন শহরে এই বিক্ষোভে ৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে শুধু মস্কো থেকেই ১৬০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে ডিটেইনশনে নেওয়া হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নাভালনির স্ত্রী ইউলিনা নাভালনিকে আটক করেছিল মস্কো। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া নাভালনির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগীদেরও আটক করা হয়েছে। আটকদের মধ্যে আছেন, তার ভাই ওলেগ নাভালনি ও রাশিয়ান রাজনৈতিক কর্মী মারিয়া আলইয়খিনা। এর আগে নাভালনির সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভ র‌্যালিকে কেন্দ্র করে সব মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। বিধিনিষেধ ছিল রাজধানী মস্কোতে চলাচলের ওপরও। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বেশির ভাগ রেস্তোরাঁ ও দোকানপাট।

সর্বশেষ খবর