মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইইউকে আরও ৯০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে অ্যাস্ট্রাজেনেকা

এই বছরের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে আরও ৯০ লাখ করোনা ভ্যাকসিন দেবে ফার্মাজায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। এতে করে মোট ৪ কোটি ডোজ ভ্যাকসিন পাবে কোম্পানিটির কাছ থেকে। প্রত্যাশিত সময়ের চেয়ে এক সপ্তাহ আগে তা সরবরাহ করা হবে। রবিবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এই তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস মোকাবিলা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে গত ২৭ ডিসেম্বর থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখানে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি উৎপাদন কমে যাওয়ার কথা বলে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা উভয়ই ইউরোপে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে। টিকা সরবরাহে বিলম্বের কারণে ইউরোপের দেশগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এ নিয়ে বিরোধের জেরেই ইইউ সদস্যদেশগুলোতে উৎপাদিত টিকা রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। ইইউ প্রেসিডেন্ট। টুইটে ভন ডার লিয়েন বলেন, গত সপ্তাহের প্রস্তাবের তুলনায় এই বছরের প্রথমার্ধে অতিরিক্ত ৯০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে অ্যাস্ট্রাজেনেকা এবং নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে চালান পৌঁছানো শুরু হবে।

সর্বশেষ খবর