বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষকদের ঠেকাতে কাঁটাতারের বেড়া

কলকাতা প্রতিনিধি

কৃষকদের ঠেকাতে কাঁটাতারের বেড়া

দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের ঠেকাতে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যহারের দাবিতে গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলন চালিয়ে আসছে হাজার হাজার কৃষক। কৃষকরা আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিল্লিতে চাক্কা জ্যাম এর ডাক দিয়েছে। আর তাদের ঠেকাতেই রাস্তা খুঁড়ে সেখানে ঢালাই দিয়ে পেরেক পোঁতা হয়েছে, রাস্তাজুড়ে থরে থরে সাজানো কাঁটাতারের বেড়া ও কংক্রিটের বিশাল ব্যারিকেড। সেই ছবি পোস্ট করে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। যে জায়গায় কৃষকরা আন্দোলন চালিয়ে আসছে মূলত তাদের সেখানেই সীমাবদ্ধ রাখতে ওই জায়গা থেকে ২ কিলোমিটার আগে থেকেই দিল্লি পুলিশের এই ব্যবস্থা নিচ্ছে। দিল্লির সিঙ্ঘু, টিকরি ও গাজীপুর সীমান্তে ওইসব বেড়া খাঁড়া করা হয়েছে। পাশাপাশি গাজীপুর, মেরঠ হাইওয়েতে তোলা হয়েছে চার স্তরীয় কাঁটাতারের বেড়া। উত্তরপ্রদেশ থেকে কৃষকরা যাতে দিল্লিতে ঢুকতে না পারে, তার জন্যই সেই হাইওয়ের ওপরে চার স্তরীয় নিরাপত্তার দেওয়াল তোলা হয়েছে। নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। টিকরি সীমান্তেও একই ছবি। রাস্তার ওপর বিছিয়ে দেওয়া হয়েছে পেরেক আর গজাল। যাতে কৃষকরা ট্র্যাকটর নিয়ে এগোতে গেলেই সেখানে আটকে যায়।

সর্বশেষ খবর