শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কানাডার চোখে ট্রাম্পের ‘প্রাউড বয়েজ’ সন্ত্রাসী গোষ্ঠী

কানাডা সরকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত ‘প্রাউড বয়েজ’কে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের এই সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার জননিরাপত্তা বিষয়কমন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ধ্বংসাত্মক কাজে প্রাউড বয়েজ মূল ভূমিকা রেখেছে। বিল ব্লেয়ার আরও বলেছেন, সংগঠনটির সদস্যরা যদি সহিংস কাজ করে, তবে তাদের ওপর সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে অভিযুক্ত করা যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস কর্মকান্ডে প্রাউড বয়েজ মুখ্য ভূমিকা পালন করে ব্যাপক সমালোচিত হয়।

সর্বশেষ খবর