শিরোনাম
রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

২০১৫ সালেই মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন বিল গেটস

আশঙ্কা করলেন আরও দুই বিপর্যয়ের

২০১৫ সালেই মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন বিল গেটস

মহামারীর ভবিষ্যদ্বাণী পাঁচ বছর আগেই করেছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সেই পরিস্থিতি সামালোনোর জন্য মানবসভ্যতা প্রস্তুত নয়, সতর্ক করেছিলেন। ২০১৫ সালে গেটসের সাক্ষাৎকারের একটি ভিডিও সামনে এসেছে সম্প্রতি। তাতেই তিনি বলেছিলেন, আগামী কয়েক দশকে যদি দুনিয়ায় এক কোটি মানুষের মৃত্যু হয় তা মিসাইল নয়, জীবাণুর আক্রমণে হবে।

তাঁর কথা অক্ষরে অক্ষরে ফলে যাওয়ায় মোটেই আনন্দ পাননি গেটস। ‘ভেরিটাসিয়াম’ নামক এক ইউটিউব চ্যানেলে সে কথাই জানিয়েছেন তিনি। ইউটিউব চ্যানেলটি যিনি চালান সেই ডেরেক মুলারের মুখোমুখি আলোচনায় সম্ভাব্য আরও দুটি বিপর্যয় নিয়ে সতর্ক করলেন বিল গেটস। প্রথমত জলবায়ু পরিবর্তন এবং দ্বিতীয় বায়ো-টেররিজম। তিনি বলেন, কেউ যদি যদি ক্ষতি করতে পরীক্ষাগারে জীবাণুর সৃষ্টি করে তা সামলানো আরও কঠিন হয়ে যাবে। গেটসকে প্রশ্ন করা হয়, এই সময়ে যদি আরও একটি মহামারীর প্রাদুর্ভাব হয় তা কি সামলানো যাবে। উত্তরে স্পষ্ট না বলে দেন তিনি।

সর্বশেষ খবর