সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের দুরবস্থার কারণ রাজনীতি : মোদি

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের দুরবস্থার কারণ রাজনীতি : মোদি

বাংলার দুরবস্থার কারণ হলো রাজনীতি। আর এর কারণেই বাংলার উন্নয়ন থমকে গেছে, সেই জায়গায় স্থান পেয়েছে দুর্নীতি, অত্যাচার। রাজ্যে আসন্ন বিধানসভার নির্বাচনের আগে গতকাল পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক রাজনৈতিক সভা থেকে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসসহ বিগত সরকারকেও একযোগে নিশানা করে এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘ব্রিটিশ শাসনকালে বাংলার আর্থিক অবস্থা দেশের মধ্যে সবচেয়ে উন্নত ছিল। এখানকার অবকাঠামো, বাণিজ্যের নিরিখে দেশের অন্য অংশের সঙ্গে মোকাবিলা করা যথেষ্ট মজবুত ছিল। একটা সময় ছিল যখন এখানকার শিক্ষা প্রথম সারিতে ছিল। কিন্তু এর পরেও আজ বাংলার উন্নয়নের গতিধারা থমকে গেল কেন? এ জন্য তিনি দায়ি করেছেন রাজনীতিকে। তিনি বলেন, প্রথমে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন দুর্নীতি ছিল। এরপর বামেরা সরকারে আসলেও ওরা দুর্নীতির সঙ্গে অত্যাচার জুড়ে দিল। শেষে ২০১১ সালে গোটা দেশের নজর ছিল বাংলায়। কিন্ত অবস্থা একই।

সর্বশেষ খবর