সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নতুন করোনায় অল্পই সুরক্ষা দিতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তৈরি করা অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত স্ট্রেনের বিরুদ্ধে অল্পই সুরক্ষা দিতে পারবে। শনিবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্রান্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস সম্পর্কিত তথ্যের প্রমাণ পেয়েছে। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনার নতুন স্ট্রেন এখন ভাবাচ্ছে বিজ্ঞানীদের। এই স্ট্রেনগুলো অন্য স্ট্রেনের তুলনায় অনেক দ্রুত সংক্রমিত হয়। অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের পর দেখা গিয়েছে বি.ওয়ান.৩৫১ দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের সঙ্গে এই ভ্যাকসিন প্রাথমিক স্তরেই মোকাবিলা করতে পারে।

সর্বশেষ খবর