মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উইঘুরে গণহত্যার ‘বিশ্বাসযোগ্য তথ্য’

লন্ডনের এসেক্স কোর্ট চেম্বার্সের সিনিয়র ব্যারিস্টাররা এ ডকুমেন্ট প্রস্তুত করেছেন

চীন যতই অস্বীকার করুক দেশটির উইঘুরের মুসলমানদের বিরুদ্ধে যে গণহত্যা চালানো হচ্ছে তার বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ব্রিটেনে সিনিয়র একাধিক ব্যারিস্টার একটি ডকুমেন্ট তৈরি করেছেন, তাতে ওই প্রমাণের কথা বলা হয়েছে। ডকুমেন্টটি ১০০ পৃষ্ঠার। মূলত লন্ডনের এসেক্স কোর্ট চেম্বার্সের সিনিয়র ব্যারিস্টাররা এ ডকুমেন্ট প্রস্তুত করেছেন। এর মধ্যে রয়েছেন অ্যালিসন ম্যাকডোনাল্ড কিউসি। খবর বিবিসির। এটাই সিনজিয়াংয়ে মুসলিমদের বিরুদ্ধে চীনের কর্মকান্ডের বিষয়ে ব্রিটেনের প্রথম আনুষ্ঠানিক মূল্যায়ন বলে মনে করা হচ্ছে। অভিযোগ আছে উইঘুরে নারীদের সন্তান জন্মদানে বাধা দেওয়া হয়। তাদের বন্ধ্যাকরণ করা হয়। শুধু তাই নয়, সেখানকার নারীদের ধর্ষণ করেন কর্মকর্তারা। ডকুমেন্টে জোর দিয়ে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য ঘটনা হলো, সেখানে এসব মানবাধিকার বিরোধী অপরাধের জন্য দায়ী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে। সেখানে গণহত্যা চালানো হচ্ছে শির গোচরে। তবে আইনগত এই বিষয়ে কোনো অবস্থান নেই ব্রিটেনের। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার ভিত্তি হিসেবে একে ব্যবহার করা যায়। এই মতামতবিষয়ক ডকুমেন্ট তৈরিতে কমিশন করেছে মানবাধিকারবিষয়ক গ্রুপ গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস ও উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট। উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অব্যাহতভাবে অস্বীকার করে আসছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যদি এই মূল্যায়নকে অর্থাৎ গণহত্যার অভিযোগ আমলে নিতে হয় তাহলে ব্রিটেনের হাই কোর্টকে পার্লামেন্টে নতুন প্রস্তাব পাস করতে হবে। তবেই ব্রিটিশ বিচারকরা এ নিয়ে আইনি লড়াই শুরু করতে পারেন। এ বিষয়টি আজ হাউস অব কমন্সে উঠতে পারে।

সর্বশেষ খবর