মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
আশরাফ গনির মন্তব্য

পাকিস্তান-তালেবান সম্পর্কছেদ ঘটলেই আফগানিস্তানে শান্তি

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তালেবানদের উচিত পাকিস্তানের সঙ্গে সম্পর্কছেদ করা। তিনি বলেন, ওই দেশটিতে তাদের নিরাপদ আশ্রয়স্থল থাকতে দেওয়াটাও উচিত নয়। প্রেসিডেন্ট গনি সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য মৌলিক যেসব প্রয়োজনীয়তা তার অন্যতম হলো পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক ছিন্নকরণ। আরিয়ানা নিউজ জানায়, আশরাফ গনি বলেন, তালেবানরা নিজেদের যদি আফগান বলে পরিচয় দিতে চায় তাহলে তাদেরকে আফগানিস্তানেই বাস করতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করলে চলবে না।

আফগান শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট গনি বলেন, রাজনৈতিক সমাধান ব্যতিরেকে সমাধান যে অসম্ভব এ কথাটা তালেবানদের বোঝানোর জন্য আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই। প্রেসিডেন্ট গনি অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অপরিহার্য। তিনি বলেন, জনগণের ভোটে তালেবানরা নির্বাচিত হলেই কেবল ওদের হাতে তিনি ক্ষমতা তুলে দেবেন।

তিনি বলেন, শান্তির ব্যাপারে আমরা আশাবাদী। তবে বিপদ মোকাবিলার জন্যও আমাদের প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ খবর