মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বাতিল ট্রাম্পের সিদ্ধান্ত

তিন বছর পর মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র

মানবাধিকার শব্দটিকে পাত্তাই দিতে চাইতেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি তিন বছর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে মার্কিন সদস্যপদ প্রত্যাহার করে নেন। কিন্তু জো বাইডেন ক্ষমতায় এসেই সেই কাউন্সিলে ফের যাওয়ার ইঙ্গিত দেন। এবার সেই ইঙ্গিতকে বাস্তবায়িত করার সময়! ঘোষণা অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফেরার তোড়জোড় শুরু করে দিল বাইডেনের প্রশাসন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জো বাইডেন জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত বাতিল করা হবে। সে মতোই কাজ চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, অবজার্ভার হিসেবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দ্রুত ফিরতে চলেছে আমেরিকা।

 

সর্বশেষ খবর