বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘থ্রি ফিঙ্গারস’ দমনের জোরালো হুমকি

‘থ্রি ফিঙ্গারস’ দমনের জোরালো হুমকি

মিন অং হ্লাইং

সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারের রাজধানী নেপিদোতে সবচেয়ে বড় বিক্ষোভ সংগঠিত হয়েছে। বিক্ষোভে শামিল হয় হাজার হাজার মানুষ। শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দফতরের কর্মীও এতে অংশগ্রহণ করেন।  বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

লাল রঙের পোশাকে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভকারীরা জোরালো প্রতিবাদ করেন। লাল রং এনএলডির প্রতীক হিসেবে পরিচিত। স্লোগান দেওয়ার সময় বিক্ষোভকারীরা হাতের তিন আঙুল উঁচিয়ে ধরছিল। মিয়ানমারে এই তিন আঙুল কিংবা ‘থ্রি ফিঙ্গারস’ সামরিক সরকারবিরোধী প্রতীক হয়ে উঠেছে।

সর্বশেষ খবর