বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চীনে করোনার গুরুত্বপূর্ণ তথ্য পেল হু’র তদন্ত দল

গত এক বছরে পৃথিবীটাই যেন বদলে দিয়েছে কভিড-১৯। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পরে অতিমারীর আকার নিয়েছে করোনাভাইরাস। প্রথম থেকেই নানা জল্পনা শোনা গিয়েছে ভাইরাসের উৎপত্তি নিয়ে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পসহ অনেকেই অভিযোগের আঙুল তুলেছিলেন বেইজিংয়ের দিকে। প্রশ্ন উঠেছিল, উহানের মাছ-মাংসের বাজার থেকেই সংক্রমণের শুরু? আবার অনেকেই দাবি করতে থাকেন, উহানের ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই ভাইরাস! এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হুর প্রতিনিধি দল রয়েছে চীনে। তাঁদের দাবি, করোনার জন্ম সম্পর্কে নতুন তথ্য পেয়েছেন তাঁরা। কী ধরনের তথ্য পেয়েছেন তাঁরা? সরাসরি কিছু না বললেও মাছ-মাংসের বাজার সম্পর্কে নতুন মেলা তথ্যগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন তাঁরা। ১৪ জনের দলের অন্যতম সদস্য নিউইয়র্কের প্রাণীবিদ পিটার ডাসজাক আশা প্রকাশ করেছেন আজকের মধ্যেই এ ব্যাপারে কোনো ঘোষণা করতে পারে হু। এ বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর দাবি, বেশ কিছু সত্যিকারের ‘ক্লু’ তাঁর হাতেও এসেছে। তবে চীনের ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে ভাইরাস তৈরির সম্ভাবনাকে পত্র পাঠ নাকচ করে দিয়েছেন তিনি। পাশাপাশি ভাইরাসের উৎস খুঁজে বের করতে চীনেরও সদিচ্ছার অভাব নেই বলেই ধারণা দিয়েছেন পিটার। তাঁর দাবি, ‘গত কয়েক মাস ধরেই এই নিয়ে কাজ করে চলেছেন ওঁরা।’ তাঁদের দলের সঙ্গেও নিয়মিত আলোচনায় বসতে যে বেইজিংয়ের কোনো আপত্তি ছিল না পরিষ্কার করে দিয়েছেন সেটাও।

তাঁর কথায়, ‘প্রতিদিনই আমরা ওঁদের সঙ্গে বসেছি। নানা তথ্য, নতুন ডেটা আদান-প্রদান করা হয়েছে। আমরা ওদের জানিয়েছিলাম আমরা কোন জায়গাগুলো পরিদর্শন করতে চাই। আমাদের অনুরোধ মেনে নিয়ে সব জায়গাতেই যেতে দেওয়া হয়েছে আমাদের।’ তাঁর দাবি, প্রাপ্ত সব তথ্য একসঙ্গে মিলিয়ে দেখার পরই এ সম্পর্কে জানাতে পারবেন তাঁরা। পিটারের কথায়, ‘আমরা এখন এমন অনেক কথা জানি, যা আমরা প্রথমে ভাবতেই পারিনি।’ তাঁর মতে, করোনার উৎপত্তি সম্পর্কে নিঃসংশয় হওয়া দরকার। যাতে পরবর্তী সময়ে এই ভাইরাস থেকে অতিমারী হওয়া রোখা যায়।

সর্বশেষ খবর