শিরোনাম
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জিন পিংয়ের সঙ্গে ফোনালাপ বাইডেনের, কড়া বার্তা

জিন পিংয়ের সঙ্গে ফোনালাপ বাইডেনের, কড়া বার্তা

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ফোনে কথা বললেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম সরাসরি চীনা রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাপ হলো তাঁর। হোয়াইট হাউস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক বিষয়ে কথা হয় দুজনের মধ্যে। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা রয়েছে। সেই প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ ফোনালাপ তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, বেইজিংয়ের জবরদস্তিমূলক ও অন্যায্য অর্থনৈতিক চর্চা, হংকংয়ে দমন-পীড়ন, জিনজিয়ানে মানবাধিকার লঙ্ঘন, তাইওয়ানসহ সংশ্লিষ্ট অঞ্চলে চীনের আগ্রাসী পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন তাঁর মৌলিক উদ্বেগের কথা শি জিন পিংকে জানিয়েছেন। ট্রাম্প জমানায় সরাসরি চীনের সঙ্গে সংঘাতে নেমেছিল আমেরিকা। কিন্তু  বাইডেন ক্ষমতায় আসার পর চীনের প্রতি আমেরিকার অবস্থান কিছুটা নরম হবে বলেই মনে করেছিলেন অনেকে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল ফোনে জিন পিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। বিবিসি জানিয়েছে, করোনা মহামারী মোকাবিলা, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অস্ত্রের বিস্তার রোধের মতো বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। তবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, ফোনালাপে জিন পিং জানান, জিনজিয়ান, হংকং ও তাইওয়ান ইস্যুতে বেইজিং কঠোর অবস্থান বজায় রেখেছে। তিনি বাইডেনকে বলেছেন, এগুলো চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়। এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক পন্থা অবলম্বন করবে বলে আশা প্রকাশ করেছেন জিন পিং।

সর্বশেষ খবর